... বিস্তারিত
চাঁদপুর শহরে রোটারেক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন এর পীঠা উৎসব
সজল চন্দ্র দাসঃ চাঁদপুর শহরে উৎসবমুখর পরিবেশে রোটারেক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেনের পীঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৭ই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে এ উৎসব হয়।
এ উৎসবে ভাঁপা পিঠা, পুলি পিঠাসহ কয়েক প্রকারের সুস্বাদু পিঠা তৈরি করে সকলকে খাওয়ানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেনের ফাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর কামাল হোসেন, ফাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর সফিউল্লাহ, ফাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর আবু সালেহ, ফাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর দ্বিন মোহাম্মদ, ফাস্ট প্রেসিডেন্ট রোটারেক্টর নাজমুল ইসলাম, প্রেসিডেন্ট রোটারেক্টর নজরুল ইসলাম, সেক্রেটারি রোটারেক্টর সামিউল প্রধান, ভাইস প্রেসিডেন্ট রোটারেক্টর রিয়াদ, সদস্য রোটারেক্টর অমরেশ দত্ত জয়, সদস্য রোটারেক্টর প্রান কৃষ্ণ দাস, সদস্য রোটারেক্টর সজল চন্দ্র দাস প্রমুখ।