স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের সড়ক পরিবহন সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং সিএনজি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এই মতবিনিময় করেন।
এসময় পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রন, বিভিন্ন ব্যানারে টোকেন বাণিজ্য, সড়কের পাশে অবৈধ গাড়ি পার্কিং, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, স্কেল ফাঁকি দিয়ে ওভারলোড গাড়ি ব্যবহার,ফিটনেসবিহীন গাড়ি এই সব বন্ধ করতে সবাই মিলেমিশে কাজ করতে হবে।
এর আগে নবাগত হিসেবে পুলিশ সুপার সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পর্যায়ক্রমে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং-চট্রগ্রাম ১২২০ এর চাঁদপুর জেলার সভাপতি মোঃ বাবুল মিজি, সাধারণ সম্পাদক মোঃ হোসেন, চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি রেজি নং-চট্টগ্রাম ১৮৭৮ এর সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক হাবিবুল হাছান সুমন পাটোয়ারী, কার্যকরী সভাপতি লিটন মোল্লা, সহ সভাপতি নজরুল ইসলাম বাবলু, চাঁদপুর জেলা সিএনজি অটোরিক্সা বেবিট্যাক্সি টেক্সিকার শ্রমিক ইউনিয়ন ২৫০৩ এর সভাপতি কাজি শাহরিয়ার ওমর ফারুক, সাধারণ সম্পাদক ছলিম গাজী।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী,জেলা ট্রাফিক পুলিশের এডমিন মাহফুজসহ অন্যান্যরা।
এছাড়াও মালিক শ্রমিক সংগঠন থেকে আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন এর দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সদস্য আজিজ ঢালী, সফিক গাজি, রিপন হোসেন, সুমনসহ আরো অন্যান্যরা।