মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ দুলাল বেপারীর বড় ছেলে দঃ বালিয়া বাখরপুর হামিদিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র পারভেজ হোসেন (ফরহাদ) বেপারী গত জুলাই মাসের ২৪ তারিখে মাদ্রাসা হতে নিখোঁজ রয়েছে।
সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যাহত আছে।
এবিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজ এর মিসিং ডায়েরি করা হয়েছে।
দয়া করে কেও কোন খোজ খবর পেলে যোগাযোগ করা জন্য পরিবার পক্ষ থেকে অনুরোধ করেন। নিখোঁজ পারভেজ হোসেন ফরহাদ এর পিতার মোবাইল নাম্বারে যোগাযোগ করুন 01811236135/ 01831091165/ 01813904738।