মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ও চান্দ্রা ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
৪ এপ্রিল মঙ্গলবার সকালে বাগাদী ইউনিয়নের নিবন্ধিত ৬১০ জন জেলে দ্বিতীয় ধপায় ও ১৩৫ জন বিজিডি কার্ডদারী দুস্থ নারীদের মাঝে গত তিনমাসের চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাগাদী ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, ট্যাগ অফিসার সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ বাগাদী ইউপি সদস্যবৃন্দ।
এসময় ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মস্তিষ্ক থেকে কাজ করে জনগনক বয়ষ্ক ভাতা বিধবা ভাতা নিম্ন অসহায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানবিক সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ হাতে নিয়েছেন। তাই তিনি বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা মাতৃত্ব ভাতা, দুস্থ মহিলাদের জন্য চাল বিতরন, জেলে কার্ড, এর মাধ্যমে জেলেদের মাঝে চাল বিতরন করছেন।
অপরদিকে চান্দ্রা ইউনিয়নের ১৮৬৭ জন জেলের মাঝে দ্বিতীয় ধাপের জেলে চাল বিতরন করা হয়েছে। গত রবিবার থেকে শুরু করে গতকাল (৪ এপ্রিল) মঙ্গলবার পর্যন্ত জেলেদের মাঝে চাল বিতরন সম্পন হয়।
এসময় চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, ট্যাগ অফিসার মোঃ সালাউদ্দিন, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লায়ন নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন খান, অর্থ বিষয়ক সম্পাদক স্বপন পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুফন পাটওয়ারী, মনু শেক, মোক্তার মিজি, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মোঃ আলমগীর, যুগ্ম যুগ্ম আহ্বায়ক রাসেল পাটওয়ারী সহ অন্যান্ন নেতৃবৃন্দ চান্দ্রা ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।