স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সকদি পাঁচগাঁও সাকিনস্থ আব্দুল মজিদ মিজির বাড়ীর আজাদ মিয়ার বাড়ীতে একটি জদ্দা কারখানায় ডিবি অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করেছে।
৭ আগস্ট মঙ্গলবার দুপুরে ডিবির এমন অভিযানে নকল জর্দ্দা উদ্ধার শেষে কারখানাটি মোবাইল কোর্টে সিলগালা করে দেয়া হয়।
জেলা গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি’র অভিযোগ, স্থানীয় রিপন মিজি(৩৫) নামের ব্যাক্তি অবৈধ পন্থায় জর্দ্দা কারখানা খুলে বিভিন্ন কোম্পানীর স্টীকার ব্যবহার করে ভেজাল জর্দ্দা তৈরি করতো। সেখান থেকে আজাদ হাকিমপুরী জর্দ্দা ৪ বস্তা, আজাদ হাকিম পাতা ৪ বস্তা, আজাদ আকিজ জর্দ্দা ৪ বস্তা, তামাকের গুড়া ৫ বস্তা, অটো প্যাকিং মেশিন ২টি, কোটা জরাই মেশিন ১টি, কোটা কাটিং মেশিন ৬টিসহ ইত্যাদি সরঞ্জামাদি প্রমাণসরূপ জব্দ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে ডিবি চাঁদপুরের ওসি এনামুল হক চৌধুরী বলেন, নকল, ভেজাল মজুদদারীদের বিরুদ্ধে পুলিশ সুপারের নির্দেশে পুলিশি অভিযানের অংশ হিসেবে আমাদের বিশেষ অভিযান চলছে। আমরা ভেজাল মালামালসহ জর্দ্দা কারখানার মালিক রিপন মিজিকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে মোবাইল কোর্টে তাকে ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডসহ কারখানাটি সিলগালা করা হয়।