স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনকে খ্রীষ্টিয়ান ধর্মালম্বীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
২৬ মে রোববার রাতে সুমনের বাসভবনে এই শুভেচ্ছা জানানো হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গুনরাজদী ব্যাপ্টিষ্ট মন্ডলীর পালক রোমীয় চৌধুরী বলেন, জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সদরবাসীর সেবা করার সুযোগ পাওয়ায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনকে আমরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। আশা করবো তিনি দল মত ধর্ম বর্ণ জাত পাতের উর্দ্ধে উঠে জনপ্রতিনিধির দায়িত্ব পালনে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন এবং সবাইকে সমান দৃষ্টিতে মানুষের চোখে দেখবেন। আমরা চাঁদপুরের খ্রিষ্টিয়ান ধর্মালম্বীরা তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করছি।
এসময় চাঁদপুর খ্রীষ্টিয়ান ধর্মালম্বীদের প্রতিনিধি ও চাঁদপুর ব্যাপ্টিষ্ট মন্ডলীর পালক রসি বর্মন,দক্ষিণ বালিয়া ব্যাপ্টিষ্ট মন্ডলীর সম্পাদক সুমি ত্রিপুরা,বহরিয়া ব্যাপ্টিষ্ট মন্ডলীর সম্পাদক দুখু চৌধুরী,চাঁদপুর ব্যাপ্টিষ্ট মন্ডলীর সদস্য নোয়েল বর্মন, মার্ক হিম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।