... বিস্তারিত
চাঁদপুর সদরে পারা মহল্লায় আলো ছড়াচ্ছে তথ্য আপা
অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর সদরের পারা মহল্লায় করোনাকালীন সময়েও সেবা ও তথ্য প্রদানের মাধ্যমে নারীদের সচেতন করতে আলো ছড়াচ্ছে তথ্য আপা। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাস্ক বিতরণ, সঠিক উপায়ে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ নানানভাবে চালানো হচ্ছে কর্মতৎপরতা।
২৬শে নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শহরের পুরানবাজার মোম ফ্যাক্টরির পাশে তথ্য আপাদের এ সেবাদান দেখা যায়।
এ ব্যপারে চাঁদপুর সদরের তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তার ‘হিলশা নিউজ‘-কে জানান, “করোনা মোকাবেলায় সচেতনতা শুরু হোক ঘর থেকেই- সে ক্ষেত্রে নারীর ভূমিকা অগ্রগণ্য” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে এগুচ্ছি। করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে গ্রামীণ তৃণমূলে নারীদেরকে সচেতন করার লক্ষ্যে আমরা কাজ করছি।
ফাতেমা আক্তার ‘হিলশা নিউজ‘-কে আরো জানান, এইটা আমাদের নিয়মিত কাজ।করোনাকালীন সময়ের শুরু থেকে সহকারীগণ মাঠপর্যায়ে গেলেই ১০জন, ১৫জন, ২০জন বা তার চেয়েও অধিক নারীদেরকে মাস্ক বিতরণ করছে। মূলত কৃষি, শিক্ষা, আইন, ব্যবসা, জেন্ডার ও স্বাস্থ্য এই ৬ সেক্টরে নারীদের যেকোন তথ্য বা সেবা আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে দিয়ে থাকি। এ ছাড়াও উপজেলার সরকারি সুযোগ-সুবিধাগুলোর সহজলভ্যতা নিশ্চিত করা, ই-লার্নিং এর মাধ্যমে প্রযুক্তিগত দল গঠন করে ই-কমার্স সহায়তা প্রদান করা, বিনামূল্যে চাকরির আবেদন করা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয়, আইনগত সমস্যায় তাৎক্ষণিক সেবা এবং ডিজিটাল সেবা সমূহের বিভিন্ন দিক অবহিত করার মতো কাজগুলোই আমরা করে থাকি।
চাঁদপুর সদরের তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তার ‘হিলশা নিউজ‘-কে আরো জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এই কাজগুলো করা হচ্ছে। সুন্দর ও সফলভাবে এই কাজগুলো করতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
এ সময় চাঁদপুর সদরের তথ্য সহকারী কর্মকর্তা রাজিয়া আক্তার ও লাবনী আক্তার উপস্থিত ছিলেন।