মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
১৬ই ফেব্রুয়ারী বুধবার সকালে ফিতা কেটে তিনি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে এই প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বখতিয়ার উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মুকবুলসহ প্রশাসনিক, রাজনৈতিক, সাংবাদিক ও খামারিসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।