স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের মৈশাদীর মির্জাপুর গ্রামে নিজ মেয়েকে ধর্ষণের মামলায় পিতা কারাগারে। কলঙ্কজনক এ মামলার বাদী হচ্ছেন ভুক্তভোগী মেয়ের মাতা।
পুলিশ সূত্র জানায়, ১২ বছর নাবালিকা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার অপরাধে পিতা আজম খান (৪০)কে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার আটক আজম খানকে পরে জেলহাজতে প্রেরণ করা হয়। বুধবার ধর্ষণের শিকার শিশুর মা আয়শা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার নং-১৭।
মামলার সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর সোমবার চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামে নিজ বসতঘরে ঘটনাটি ঘটে। বুধবার রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই জাকির হোসেন ভূঁইয়া নিজ বসতঘর থেকে আজম খানকে আটক করে থানায় নিয়ে আসে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আজম খান পিতা হওয়া সত্ত্বেও নিজের মেয়ের দিকে কুনজর ও বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলতো। মেয়ে উক্ত বিষয়ে মাকে অবহিত করলে তিনি তার স্বামীকে বিষয়টি জিজ্ঞেস করেন। এতে আজম খান মা ও মেয়েকে বিভিন্ন হুমকি-ধমকি প্রদর্শনসহ বাড়ি থেকে বের করে দেয়ার ভয়-ভীতি দেখায়। ঘটনার দিন মা-মেয়ে এবং পিতা একসাথে একখাটে ঘরের মধ্যে ঘুমাইয়া পড়ে। পরবর্তীতে আজম খান মেয়েকে ডাক দিয়ে পাশের রুমে নিয়া যায় এবং খাটের উপর মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরের দিন সকালে মেয়ে উক্ত বিষয়টি মাকে অবহিত করে। মা তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। এরপর মেয়েটির মা চাঁদপুর সদর মডেল থানায় এসে এ বিষয়ে পুলিশের সহযোগিতা চেয়ে এ ঘটনার বিষয়ে আইনগত সহযোগিতা চান। পরে শিশুটির মা আয়শা আক্তার নিজেই বাদী হয়ে মামলা করেন।
এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, নিজের মেয়েকে ধর্ষনের মামলায় অভিযুক্ত আজমকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।