সাগর আচার্য্যঃ দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে চাঁদপুর শহরের পাড়া মহল্লায় চলছে প্রতিমা তৈরির কাজ। দেবীদুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতের শান্তি প্রতিষ্ঠা হবে।
এ বিশ্বাস নিয়ে প্রতিবারের মতো এবারেও চাঁদপুর শহরের ৩৬ টি পূজামণ্ডপে চলছে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি। পূজার আয়োজকরা দিন কাটাচ্ছেন মণ্ডপ প্রস্তুতির ব্যস্ততায়।এবছর দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা। উমা কৈলাসে ফিরবেন নৌকায় যার অর্থ শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি।
চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর চাঁদপুর সদর উপজেলায় মোট ৩৬টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে।
কালীবাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, রামকৃষ্ণ আশ্রম, গুহ বাড়ি, মিনার্ভা পূজা মণ্ডপ, গুয়াখোলা কুন্ডর বাড়ি পূজা মণ্ডপ, নতুন বাজার প্রতাপ সাহার বাড়ী পূজামণ্ডপ, স্বর্ণখোলা সন্তোষী মায়ের মন্দির পূজা মণ্ডপ, নতুন বাজার পালপাড়া শীতলা মায়ের মন্দির পূজা মণ্ডপ, নতুন বাজার ঘোষপাড়া সার্বজনীন দূর্গা মণ্ডপ, হরিজন পল্লী দুর্গা মণ্ডপ, মজুমদার বাড়ি পূজা মণ্ডপ, পুরান বাজার বারোয়ারি পূজা মন্ডপ, দাসপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ, নিতাইগঞ্জ পূজা মণ্ডপ, মহাবীর মন্দির পূজা মণ্ডপ, , পানের গোলা দুর্গা মন্দির পূজা মণ্ডপ, পুরান বাজার নবতারা পূজা মণ্ডপ, পুরান বাজার ঘোষপাড়া পূজা মণ্ডপ, জাফরাবাদ পালপাড়া পূজা মণ্ডপ, নিতাইগঞ্জ রণজিৎ দাসের বাড়ি পূজা মণ্ডপ, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির পূজা মণ্ডপ, নিতাইগঞ্জ কার্তিক সাহার বাড়ি পূজা মণ্ডপ, দাসপাড়া প্রভাতী সংঘ পূজা মন্ডপ, বাবুরহাট শিলন্দিয়া সার্বজনীন পূজা মণ্ডপ, শিলন্দিয়া সত্যনারায়ণ সেবা সংঘ পূজা মণ্ডপ, দাসাদী স্বর্গীয় সুরেশ চন্দ্র দাসের বাড়ি পূজা মণ্ডপ, বাবুরহাট স্বর্গীয় রমেশ চন্দ্র দে বাড়ি পূজা মণ্ডপ, ডাসাদী বড় সূত্রধর বাড়ি পূজা মণ্ডপ, দামোদরদী কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি পূজা মণ্ডপ, মহামায়া দত্তবাড়ি পূজা মণ্ডপ, মৈশালবাড়ি পূজা মণ্ডপ, উত্তর চর বাকিলা বড় সূত্রধর বাড়ি পূজা মন্ডপ, বালিয়া রাধাগোবিন্দ মন্দির পূজা মণ্ডপ।
এ বছর নতুন করে জে এন সেনগুপ্ত সড়কের কিছু সংখ্যক উদ্যোমি তরুন একত্রিত হয়ে শহরের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অকাল বোধ সংঘ নামে দুর্গা পূজার প্রস্তুতি নিয়েছে। সব মিলিয়ে ৩৬টি পূজামণ্ডপ প্রস্তুত হচ্ছে চাঁদপুর জেলা সদরে।
সূত্র মতে, আগামি ২৫ সেপ্টেম্বর রবিবার দেবীর আগমনি বার্তা মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। ৩০ সেপ্টেম্বর শুক্রবার অধিবাস পূজার মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার সূচনা হবে। ১ অক্টোবর শনিবার ষষ্ঠী পূজা, ২ অক্টোবর রবিবার মহাসপ্তমী, ৩ অক্টোবর সোমবার মহাষ্টমী, ৪ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ৫ অক্টোবর বুধবার বিজয়া দশমীর মাধ্যমে শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তী হবে।
এদিকে এক সাক্ষাৎকারে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ বলেন, পূজো উপলক্ষে বিশেষ মনিটরিংয়ের মাধ্যমে পুরো সদর এলাকায় নিরাপত্তার বলয় সৃষ্টি করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে এবং সনাতনীরা এদেশের নাগরিক হিসেবে তাদের ধর্মীয় দূর্গোৎসব যথাযোগ্য মর্যাদায় সুন্দরভাবে যাতে পালন করতে পারে। সেদিকে পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সব সময় তৎপর থাকবে।