হিলশা নিউজ রিপোর্টঃ আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা জানান দিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন নুরুল হায়দার সংগ্রাম।
২ ফেব্রুয়ারী শুক্রবার সদরের বিষ্ণুপুর ইউনিয়নে এক মতবিনিময়ের মধ্য দিয়ে তিনি তার প্রার্থীতার প্রচারণা শুরু করেন। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাদির মাষ্টারের ছোট ছেলে।
এ বিষয়ে নুরুল হায়দার সংগ্রাম বলেন, আমার জন্মভূমি বিষ্ণুপুর ইউনিয়নে আসন্ন চাদঁপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারনা শুরু করি। আশা করি সদরবাসীর চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটাতে জনগণ ভোটের মাধ্যমে আমাকে সেবা করার সুযোগ দিবে।
এ সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান চুন্নু, বর্তমান চেয়ারম্যান ও বিষ্ণুপুুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামিম খান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ঢালীসহ বিষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।