স্টাফ রিপোর্টারঃ আনন্দঘন পরিবেশে চাঁদপুর সদর মডেল থানায় আরামদায়ক ইন্সপেক্টর কোয়ার্টার্সের উদ্বোধন করা হয়েছে।
৫ ফেব্রুয়ারী সোমবার বিকালে থানা প্রাঙ্গণে ফিতা কেটে ও দোয়ার মধ্য দিয়ে এই কোয়ার্টার্সের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম বলেন, এই আরামদায়ক ভবনটি হচ্ছে শুধুমাত্র মডেল থানার ইন্সপেক্টরদের থাকার জন্য করা হয়েছে। আপাতত ওসি এবং ইন্সপেক্টর তদন্ত পদে দায়িত্বরত দুজনের জন্য ২ তলা করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে এটি ৬ তলা পর্যন্ত করা হবে।
এই উদ্বোধন পূর্বে মডেল থানার পক্ষ থেকে ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উদ্বোধন শেষে নতুন ভবন ও মডলে থানা ডিআইজি পরিদর্শন করেন।
এদিন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা চাঁদপুর জেলা রিজার্ভ কার্যালয় বার্ষিক পরিদর্শন ও পুলিশ লাইন্সে বিনোদন কক্ষ উদ্বোধনসহ পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও নৌ ভ্রমণ করেন। রাতে পুলিশ লাইন্সে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন।
দিনব্যাপী এসব আয়োজনে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দিন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশেক আয়নান বখ্স, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলমসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।