স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিনের তৎপরতায় ১৫ বোতল বিদেশি মদ ও ৬ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম হিমেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।
শনিবার দুপুরে ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ।
জানা যায়, মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম হিমেল শরীয়তপুর জেলার নড়িয়া থানার মো. খোকনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করেন।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন ‘হিলশা নিউজ’-কে জানান, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউপির হরিনা ফেরিঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ মাঠের উত্তর পাশ থেকে সকালে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম হিমেলকে গ্রেফতার করি। পরে তার হেফাজতে থাকা ৬ কেজি গাঁজা এবং ১৫ টি বিদেশি অবৈধ মদের বোতল উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসি।
এদিকে মাদক ব্যবসায়ী হিমেল জানান, মাদকগুলো তিনি কুমিল্লা থেকে এনেছিলেন। যা শরীয়তপুরে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ ‘হিলশা নিউজ’-কে বলেন, মামলা দায়েরের পর আসামী হিমেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।