মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল হতে ৪ দালালকে আটক করেছে পুলিশ।
৬ জুন মঙ্গলবার দুপুরে তাদেরকে হাসপাতাল চত্ত্বর থেকে সদর মডেল থানার এসআই মেরাজ আটক করেন। পুলিশ সূত্র জানায়, আটককৃতরা হচ্ছেন নয়ন, পলাশ, সবুজ ও মাসুদ। এরা নানা সময় সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে টাকা আয়ের জন্য হাসপাতাল চত্ত্বরে ঘুর ঘুর করতো।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ বলেন, সাধারণ রোগীরা সদর হাসপাতালে আসলে তাদেরকে প্রলোভিত করে টাকা কামাতে এরা সক্রিয় ছিলো। এদের এসব অপকর্মের বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।