মোঃ আরিফুল ইসলামঃ “সম্পর্ক উন্নয়নে আনন্দ ভ্রমণ” এই স্লোগান নিয়ে চাঁদপুর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।
২৯ জানুয়ারি (রবিবার) সকালে শিক্ষার্থীরা নৌপথে চাঁদপুর থেকে মতলব উত্তরে মোহনপুর পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেন।
জানা যায়, মতলব উত্তরে অবস্থিত মিঠা পানির বিচ খ্যাত মোহনপুর পর্যটন অঞ্চলটি চাঁদপুরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। মেধা বিকাশে সরকারি কলেজের ২৬ জন শিক্ষার্থী এই আনন্দ ভ্রমনে অংশ নেয়। চাঁদপুরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে তারা জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র দেখতে ছুটে যান।
শিক্ষার্থীরা বলেন, আমরা সুন্দর ভাবে আনন্দ ভ্রমন শেষ করতে পেরেছি। এবং সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে এ আনন্দ ভ্রমণ অনেক গুরুত্বপূর্ণ।
এসময় অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী সাদেকুর রহমান খানের নেতৃত্বে ফিরোজ আলম, নাইমুর রহমান, সোহাগ, সিথী ও মারিয়াসহ অন্যান্যরা আনন্দ ভ্রমণে অংশ নেন।