স্টাফ রিপোর্টারঃ ঐতিহ্যের উৎকর্ষ -উল্লাসের স্লোগানে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ২দিন ব্যাপী বর্ণিল আয়োজনে উদযাপিত হবে। ইতিমধ্যে অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন রেজিষ্ট্রেশন কার্যক্রমের উপকমিটির আহ্বায়ক ও পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
জানা যায়, সকল আয়োজন চাঁদপুর সরকারি কলেজ ও চাঁদপুর স্টেডিয়াম প্রাঙ্গণে করা হবে। এরমধ্যে ২৪ ফেব্রুয়ারি চাঁদপুর সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৯টা হতে বেলা ১টা পর্যন্ত চেষ্ট কার্ড, ফুড কুপন ও উপহার গ্রহণ পর্ব রয়েছে। বিকাল ৩ টায় উৎসব প্রাঙ্গনে প্রবেশ,৪ টায় বিকেলের স্ন্যাকস্ ও চা চক্রে অংশগ্রহণ,সন্ধ্যা সাড়ে ৬ টায় ‘বাউল/সুফি/কাওয়ালি নাইট’ এবং মিউজিক শো, রাত সাড়ে ৯ টায় ফানুস, আতশবাজি ও লেজার শো ও ১০ টায় নৈশ ভোজ হবে।
আরও জানা যায়, আয়োজনের ২য় দিন ২৫ ফেব্রুয়ারি চাঁদপুর সরকারি কলেজ মাঠে সকাল ৮টায় সকালের নাস্তা গ্রহণ,৯টায় আনন্দ শোভাযাত্রা,সাড়ে ৯ টায় আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন,সাড়ে ১০টায় প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ১১টায় চা চক্রে অংশগ্রহণ,সাড়ে ১১টায় প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যের গল্প, দুপুর সাড়ে ১২টায় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ,দেড়টায় মধ্যাহ্ন ভোজ,আড়াইটায় বিভিন্ন ক্রীড়া ও ফান ইভেন্ট, বিকাল ৪ টায় চাঁদপুর স্টেডিয়ামে স্ন্যাকস্ ও চা চক্রে অংশগ্রহণ,সাড়ে ৫টায় র্যাফেল ড্র এর সূচনা, ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত সাড়ে ১০টায় আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
বহুল কাঙ্খিত এমন আয়োজন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করে ইতিহাস তৈরি করতে সকলের সহযোগিতা চেয়েছেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ও চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাশ এবং উদযাপন পরিষদের সদস্য সচিব ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।