মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সরকারি কলেজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদে আহ্বায়ক কানাই চন্দ্র দে এবং শিমুলকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অপু কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদিত হয়।
অনুমোদিত এই কমিটিতে চাঁদপুর সরকারি কলেজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক দীপ্ত, নবনীতা রায় চৌধুরী, মিঠুন দেবনাথ, স্নেহা দে, দিয়া বিশ্বাস, অঞ্জন হাওলাদার, পরেশ দাস, শিপন চন্দ্র বৈদ্য, সুব্রত দাস, রুদ্র কুমার দে, ক্লিটন মজুমদার, মন্দিরা দেব, জয়া সাহা, অবন্তি সাথী, অঞ্জন, জয়ন্ত, পিয়াস চন্দ্র দে, পিন্টু চন্দ্র দে রয়েছেন।
এছাড়াও সদস্য পদে শিমুল, শ্রবন্তি, রিম্পি, তৃষিতা, তণু, পিয়াস চন্দ্র দাস, সৌরভ, তাপস, কৃষ্ণ, প্রান্ত কর্মকার, স্বজন ঘোষ, জয় দাস, সরন দাস রয়েছেন।

কমিটি অনুমোদনের আনুষ্ঠানিকতায় চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক রনজিত রায় চৌধুরী, চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক গোপাল রায় চৌধুরী, অতনু সাহা, সদস্য অমরেশ দত্ত জয়, দীপ ঘোষ, বাপ্পীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।