শ্যামল সরকারঃ চাঁদপুর সদর,হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার প্রায় সাড়ে ৪’শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিতিতে “কৈশোরকালীন পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা “অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ জুন সকালে চাঁদপুর শিল্পকলা একাডেমীতে এ সভা হয়।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ্ রেজওয়ান হায়াত।
তিনি তার বক্তব্যে বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন। আমরা সরকারের সকল কাজের অংশিদার। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলে আমাদের দেশ এগিয়ে যাবে আগামীর পথে। এক্ষেত্রে স্মার্ট বাংলাদেশের স্মার্ট শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বিদ্যালয়ের আশেপাশের এক ইঞ্চি খালি জায়গাও ফেলে রাখা যাবে না।
ছেলেমেয়েদের চলাচল ও খেলার মাঠের জায়গা বাদে যেইসব জায়গা পড়ে থাকবে সেখানে শাকসবজি ফলমূল অথবা বনজ ঔষধি গাছ লাগাতে হবে। আগামী ২২শে জুন প্রাথমিক বিদ্যালয় সমূহে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আরো বলেন, আমাদের ছেলেমেয়েদের পুষ্টি বিষয়ক খাবার গ্রহনে এবং তাদের স্বাস্থ্য সচেতনার বিষয়ে অধিকতর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদেরকেও বিশেষ খেয়াল রাখতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে আপনার সন্তান। সন্তানকে সেই বিনিয়োগ যাতে বিফলে না যায়। সুস্থ জাতি গঠনে শিক্ষক অভিভাবক সবাইকে সচেষ্ট থাকতে হবে। শিক্ষকরাই সুস্থ জাতি গড়ার কারিগর।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ নন্দলাল সূত্রধর ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, শিক্ষার্থীদের খাদ্য তালিকায় যাতে প্রয়োজনীয় পুষ্টিসমৃদ্ধ খাবার থাকে সেদিকে আমাদের সকলের বিশেষ নজর দিতে হবে।
সিভিল সার্জন চাঁদপুর কার্যালয় মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, জেলা প্রাথমিক শিক্ষক সমিতি নেতৃবৃন্দসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিস,সিভিল সার্জন কার্যালয়ে কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে শিক্ষকদের অবহিত করেকৈশোরকালীন পুষ্টি বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।