... বিস্তারিত
চাঁদপুর স্টেডিয়ামে শুক্রবার ৯৭-৯৯ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা
চৌধুরী ইয়াসিন ইকরামঃ ১৮ই ডিসেম্বর শুক্রবার চাঁদপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৯৭-৯৯ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূনর্মিলনী। করনা সচেতনতা ও স্যানিটাইজার, মাস্ক বিতরণ, রক্তদান কর্মসূচী এবং ফ্রি মেডিকেল ক্যাম্পসহ " প্রকৃত বন্ধুত্ব চিরকালের " এ স্লোগানকে সামনে রেখেই এ পূণর্মিলনীর আয়োজন। চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার স্কুলের ছাত্র-ছাত্রীসহ চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, নোয়াখালী, গাজীপুর সহ বিভিন্ন জেলার স্কুলের প্রাক্তন শিক্ষাথীরাই এ প্রোগ্রামে অংশ নিবে। দিনব্যাপী এ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুর ৩ আসনের সাসংদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। চাঁদপুর জেলা এবং দেশের বিভিন্ন জেলার প্রাক্তন শিক্ষাথীদের এ মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ও পুলিশ সুপার মো: মাহবুবুর রহমানসহ অনান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানকে সফল করার জন্য ইতিমধ্যে অনুষ্টানের সকল উপ-কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে পুরো জেলার প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ চলছে। অনুষ্ঠানকে সফল করার জন্য শহরের বিভিন্ন স্থানে ফেষ্টুন ও আলোকসজ্জা করা হয়েছে। মিলনমেলার অনুষ্ঠানস্থল স্টেডিয়ামের পুরো এলাকা আলোকসজ্জা করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেয়ার লক্ষ্যে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীরাই এখন চাঁদপুরে এসে অবস্থান করছেন। ৯৭/৯৯ বন্ধুদের পূণমিলনীর আজকের শুক্রবারের অনুষ্ঠানের দিনব্যাপী কর্মসূচীর
মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮ টায় শোভাযাত্রা, সকাল ৯টা থেকে সাড়ে ১০ টা সকালের নাস্তা, সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা অতিথিবৃন্দ ও উদযাপন এবং এডমিনবৃন্দের শুভেচ্ছা বক্তব্য সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।এরপর খেলাধুলার আয়োজন।
দুপুর ১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নামাজের বিরতি ও দুপুরের খাবার, বিকেল ৩ টা থেকে ৪ টা পযন্ত স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ আছর নামাজের বিরতি শেষে সোয়া ৪ টা থেকে সোয়া ৫ টা পযন্ত ব্যান্ড এ মাইনরের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, মাগরিবের নামাজের বিরতি শেষে সাড়ে ৫ টা থেকে পৌনে ৭ টা পর্যন্ত প্রথম পর্বের আতশবাজি, পৌনে ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত ঢাকার " আভাস " ব্যান্ডের পরিবেশনায় ব্যান্ড শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত সাড়ে ৮ টা থেকে ৯ টা পর্যন্ত আতশবাজি ও অনুষ্টানের সমাপ্তি ঘোষণা। বন্ধুদের মিলনমেলা এবং উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ব্যাচের ছাত্র ডাঃ তানভীর আহমেদ মিয়া আরিফ, সদস্য সচিব শুভাশীষ ঘোষ ( শ্রীগুরু ) এবং সম্বনয়কারী'র দায়িত্বে রয়েছেন আবুল বারাকাত লিজন পাটওয়ারী।