... বিস্তারিত
চাঁদপুর হরিণা নৌ পুলিশের অভিযানে ১৮ জেলেসহ ২ লক্ষ কারেন্ট জাল আটক
মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলা ১৩ নং হানারচর ইউনিয়নের হরিণা নৌ পুলিশে ফাড়ির অফিসার ইনচার্জ এর বিশেষ অভিযানে ব্যপক তৎপরতার কারনে ২১ ই’অক্টোবর বুধবার সকাল ৭ টার সময় মেঘনা নদীতে অভিযান করে ১৮ জন জেলে সহ ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে, আটকের সময় নৌকা ও ১৫০ কেজি মা ইলিঁশ উদ্দার করেছে,
জানা যায় মা ইলিঁশ রক্ষার অভিযান চলা কালে হরিণা ফেরিঘাট থেকে দোকানঘড় এলাকা পর্যন্ত জেলেরা নৌকা দিয়ে মেঘনার মাঝ খানে জাল পেতে মা ইলিশ নিধন করার সময় হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির অতিরিক্ত ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ফাঁড়ির এস আই মোঃ মান্নান ও এ এস আই ইয়াকুব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়, অভিযানের সময় জেলেরা পুলিশের উপর হামলা চালিয়ে পার পায়নি,, সাহসী পুলিশ টিম তাদের লক্ষে পৌছতে কৌশলে মোট ১৮ জন জেলেকে আটক করে কারেন্ট জাল সহ, আটক কৃৃত জেলেদের নৌ ফাঁড়িতে এনে তাদের বিরুদ্বে নিয়োমিত মামলা দায়ের করে চাঁদপুর আদালতে প্রেরন করেন, একই সময় জব্দকৃৃত কারেন্ট জাল গুলি তালিকা করে, উদ্দার কৃত মা ইলিশ গুলি বিভিন্ন মাদ্রাসার এতিম খানায় বিতরন করেন।
অতিরিক্ত ইনচার্জ তরিকুল বলেন মা ইলিশ রক্ষার্থে আমি এই অভিযান করতে অতিরিক্ত ইনচার্জ হিসেবে এসেছি, আর এসেই এমন বড় অভিযান করে সফল হবো তাহা ভাবার নয়, তবে আমার সাহসী পুলিশ টিমের কারনে সফল হয়েছি, যার কারনে আমার নেতৃত্বে অভিযানের শেষ মূহুর্তে মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযান অব্যহত রাখবো, আমি আরো মনে করি সাংবাদিক ভাইদের সঠিক লেখনীর মাধ্যম আমরা আরো বড় অভিযান করতে পারবে একই সাথে এলাকা বাসি আমাদের সহযোগীতা করবেন, যাতে করে দেশের সম্পদ মা ইলিশ আমরা রক্ষা করতে পারি।
