রিয়ন দেঃ চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড রেজি নং-০৯/চাঁদ/২২ এর কার্যনির্বাহী পরিষদের অভিষেক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই বৃহস্পতিবার রাতে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এই অভিষেক করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, যারা মিলে এই হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতিটি করা হয়েছে সেখানে সবাই হার্ডওয়্যার ব্যবসায়ী কিনা তা যাচাই-বাছাই করতে হবে। এ ব্যবসায় যাদের পৌরসভার ট্রেড লাইসেন্স নাই তাদেরকে এই ব্যবসা করতে দেয়া হবেনা। আপনাদের যেদুটো কমিটি হয়েছে তাদেরকে উভয় পক্ষকে নিয়ে বসে একটা সঠিক সমাধানে আসতে সকলের সহযোগিতা চাই।
চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অর্থ সম্পাদক এম এ হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক নাজমূল হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস শোয়েব, উপজেলা সমবায় কর্মকর্তা আজাদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা হাফেজ মোঃ মনির হোসেন।