মামুন হোসাইনঃ চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে হাইকমান্ডে তদবীর চালাচ্ছেন মনোনয়ন পত্র উত্তোলনকারী ১৭ জন প্রার্থী।এরা প্রত্যেকেই আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে রয়েছেন।
২১ নভেম্বর মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সায়েদ সরকার। তিনি নিজেও দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
উপজেলা আওয়ামীলীগের নেতারা জানান, ১৭ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে হেভিওয়েট প্রার্থীর তালিকায় রয়েছেন বর্তমান সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, কাতারস্থ আওয়ামীলীগের সহসভাপতি সিআইপি জালাল আহমেদ।
এছাড়াও ফরিদগঞ্জের এ আসনটিতে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক হারিছ হাসান সাগর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, আওয়ামীলীগ নেতা আমির আজম রেজা, আওয়ামীলীগ নেতা এমরান চৌধুরী, স্বাচিপ কেন্দ্রীয় নেতা ডা: মোস্তফা হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মহিউদ্দিন খোকা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, ছাত্রলীগের সাবেক নেতা মুকবুল আহমেদ মুকুল, আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ডা: বদরুন্নাহার ভূঁইয়া, হকার্সলীগের কেন্দ্রীয় নেতা লিয়াকত হোসেন রনি এবং যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিটন।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সায়েদ সরকার বলেন, আমরা শেখ হাসিনার কর্মী এবং মুজিব সৈনিক। মনোনয়ন অনেকেই উত্তোলন করছে এবং জমাও দিয়েছে। তবে নির্বাচনে দলীয় মনোনয়ন কে পাবে সেটা দলীয় সভাপতি শেখ হাসিনা নির্ধারণ করবেন। তিনি যাকে দলীয় মনোনয়ন দিবেন আমরা তার হয়েই ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করবো।