স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) বিকাল ৪টায় চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলী আশ্বাদ বেপারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিয়াজী অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর তানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আশ্বাদ মিয়াজী। এসময় তিনি বলেন,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবু ইউসুফ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন খান, হাবিবুল বাশার খন্দকার, সাবেক সভাপতি কাজী সাইদুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মোঃ আলমগীর, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবু পাটওয়ারী, ফাহিমুল ইসলাম শশী, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাকসুদ উল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সুফিয়ান বেপারী, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির গাজী, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি লক্ষ্মণ সরকার, অর্থ বিষয়ক সম্পাদক স্বপন পাটওয়ারী, মুক্তিযুদ্ধা বাচ্চুমিয়া পাটওয়ারী সহ চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেয়া ও মুনাজাত পরিচালনা করেন চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার এ টি এম মোস্তফা হামিদী।