মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সদর উপজেলার হরিনা- বাটিয়ালপুর সড়কের চান্দ্রা ইউনিয়নের খাসের বাড়ি এলাকায় সিএনজি থেকে নামতে গিয়ে ট্রাকের ধাক্কায় মোঃ রাসেল নামে একজন গুরুতর আহত হয়েছে।
৯ মার্চ বুধবার রাত ৮ টায় খাসের বাড়ি এলাকয় এ দূর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চিকিৎসক ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন। আহত রাসেলের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষিপুর মডেল ইউনিয়নে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিণা ঘাট থেকে ট্রাকটি চিটাগাং যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটিয়েছে। যদিও ট্রাকটি রাসেল কে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী চান্দ্রা বাজার এলাকায় ট্রাকটি আটক করে।