মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ছারছীনা শরীফের বিশিষ্ট খলিফা মদনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি মোখতার আহমদ রহঃ এর ১১ তম ওফাত দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী ইসালে ছাওয়াব মাহফিল আগামী ১০,১১ ফ্রেরুয়ারি ২০২১ রোজ বুধবার ও বৃহস্পতিবার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি মোখতার আহমদ পীর সাহেব রহঃ তিনি ১৯১৫ জন্ম গ্রহন করেন, ঐতিহ্যবাহি ছারছীনা শরীফে লেখা পড়া করলেন। ছারছীনার জগৎ বিখ্যাত পীর কুতুবুল আলাম আল্লামা শাহ সূফি নেছারউদ্দিন আহমদ রহঃ এর হাতে বায়াত হলেন। পীরের নির্দেশেই হিদায়াত তাবলীগ তরিকার চর্চা ও জমইয়াতে হিযবুল্লাহ সংগঠনের মহান দায়িত্ব কাধে নিয়ে ঝাপিয়ে পড়লেন দেশে- বিদেশের বিভিন্ন স্থানে। নানা প্রতিকুলতার উপেক্ষা করে নির্ভীক এ মর্দে মুজাহিদ নিজ পীরের নির্দেশকে মাথায় নিয়ে, আল্লাহ-রাসূলের মশাল হাতে নিয়ে এগিয়ে চলেন তিনি।
১১ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৮ টায় মদনা দরবার শরীফের মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন চাঁদপুর হাইমচরের মাটি মানুষের নেতা,চাঁদপুরের গরীব দুঃখী মানুষের আস্থা ভাজন, আমাদের প্রিয় নেতা চাঁদপুর -০৩ (সদর-হাইমচর) এর জনপ্রিয় নেতা ভয়েস বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেদওয়ান খাঁন (বোরহান)। এসময় সকল মুসল্লীদের কাছে দোয়া চেয়েছেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খাঁন (বোরহান)।