মোঃ হোসেন গাজীঃ পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোক্তার আহমেদ মিয়াজী চান্দ্রা ইউনিয়নের ১২০০ গরীব অসহায় কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মদনা তার নিজ বাড়িতে এই ঈদ উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোক্তার আহমেদ মিয়াজী বলেন, প্রতি প্রতিবছরের অন্যায় এবারও আমার পক্ষ থেকে গরিব-দুঃখি দিনমজুরদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে গর্ববোধ করছি। এভাবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।