স্টাফ রিপোর্টারঃ সমাজে প্রতিবন্ধী ছেলে মেয়েরা লেখাপড়া ও খেলাধুলায় এখন আর পিছিয়ে নেই। পিছিয়ে নেই শারীরিক প্রতিবন্ধী ১০ বছর বয়সের সিহাব। সিহাব চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের মোঃ আব্বাস জমাদারের ছেলে।
তিনিও একজন বাক প্রতিবন্ধী। সিহাব ৯৬ নং মদনা উমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র। বিদ্যালয় থেকে তার বাড়ি প্রায় তিন কি, মি, ধুরে। দুই পা অচল থাকায় সে স্কুলে যাতায়ের কষ্ট শিকার করতে হয়। তার এই কষ্ট দুর করতে ৯৬ নং মদনা উমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এম এল এস মোঃ মাইনউদ্দিন তার ফেসবু আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেন। তার ভিডিও দেখে চান্দ্রা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাতেন জমাদারের সহযোগিতায় এগিয়ে আসেন পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব।
২৮ মার্চ মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে শারীরিক প্রতিবন্ধী সিহাবের চলার জন্য একটি হুইল চেয়ার, স্কুল বেগ, খাতা কলম ও নগদ অর্থ সহ তার মা খাদিজা বেগমের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ৯৬ নং মদনা উমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ নিয়াজি, চান্দ্রা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাতেন জমাদার, সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি জি এম মোস্তফা কামাল, সহসভাপতি সালাউদ্দিন মাঝি, মাসুদ খান, কোষাধ্যক্ষ মোঃ জাহিদ ছৈয়াল, সদস্য আবুতাহের দেওয়ান মাইনুদ্দিন মাঝি সহ শিক্ষকমন্ডলি ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
শারীরিক প্রতিবন্ধী সিহাবের সহযোগিতায় এগিয়ে আসা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মদনা উমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ নিয়াজি বলেন, শারিরীক প্রতিবন্ধী ছেলেকে আমাদের বিদ্যালয়ে পড়ালেখার সুযোগ করে দিয়েছি।