মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আংশিক কমিটির আহবায়ক হলেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির ও সদস্য সচিব হলেন তালহা ফারুকি সঞ্জয় পাটওয়ারী।
কমিটির অন্যন্ন সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক মোঃ ফারুক আখন, মোঃ মোরশেদ আলম মাস্টার, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আলমগীর ঢালী, মোঃ ফরিদ জমাদার।
৪ জুলাই সোমবার চাঁদপুর সদর উপজেলা বিএনপি সভাপতি মোঃ শাহ জালাল মিশন ও সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর হোসেন খান এর সাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
এসময় তারা জানান, কমিটি গঠনের ক্ষেত্রে আহ্বায়ক কমিটির আহ্বায়ক, ১নং যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিবের এর যৌথ স্বাক্ষরে সকল ওয়ার্ড কমিটির অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সদর উপজেলা বিএনপির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন।