মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টায় ইউনিয়নের মদিনা মার্কেটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
চান্দ্রা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব তালহা ফারুকী সঞ্জয় এর পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক আখন, মোর্শেদ আলম দেলোয়ার হোসেন পাটওয়ারী, মোঃ আলমগীর ঢালী, ফরিদ জমাদার, সদস্য সাব্বির মিয়া, ভুট্টু গাজী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক বাতেন জমাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ মিজি, সহ সভাপতি শেখ ফরিদ আহমেদ রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আজাদ বেপারী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেনে, দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাহিরে থেকে নেতা কর্মীরা যেভাবে সম্মেলনে উপস্থিত হয়েছে আমরা আশা করি বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে এবং আন্দোলন সংগ্রাম সফল করার জন্য সক্রিয় ভুমিকা রাখবে। এবং নতুন কমিটির নেতৃত্বে যারা এসেছেন তারা তৃনমুল বিএনপিকে ঐক্যবদ্ধ করবে।
সম্মেলনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করছেন। এতে ৪ নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম ফগু ও সাধারণ সম্পাদক শাহজাহান সিকদার, ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ খোকন ভুইঁয়া ও সাধারণ সম্পাদক সালাম গাজী, ৬ নং ওয়ার্ড সভাপতি মালেক গাজী ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ হাওলাদার এর নাম ঘোষণা করেছেন।
অনুষ্ঠানে চান্দ্রা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।