মোঃ আরিফুল ইসলামঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হলেন মোঃ খোরশেদ আলম গাজী, সাধারণ সম্পাদক হলেন চান্দ্রা ইউনিয়ন তুখোড় ছাত্রনেতা মোঃ দেলোয়ার হোসেন গাজী।
গত রবিবার (২৬ জুন) সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ এইচ এস সোহরাওয়ার্দী (সরওয়ার) গাজী ও সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম নজরুল ইসলাম (নজু)’র সাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা দেন। কমিটির অন্যন্ন সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আমজাদ হোসেন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ বাতেন জমাদার।
নতুন কমিটি ঘোষণা করায় চান্দ্রা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ খোরশেদ আলম গাজী জানান দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
সাধরন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন গাজী জানান, চান্দ্রা ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা করায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা যুবদল ও সদর থানা যুবদলকে আন্তরিক অভিনন্দন। চান্দ্রা ইউনিয়ন যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে সাথে নিয়ে কাজ করবো এবং নিঃশ্বার্থে যার। দীর্ঘদিন দলের পক্ষে কাজ করেছে তাদের নিয়ে যুবদলের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হব।