মোঃ আরিফুল ইসলামঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার হিসেবে চান্দ্রা ও বালিয়া ইউনিয়নের গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ বিজিএফ এর চাল বিতরন করা হয়েছে।
১৭ এপ্রিল সোমবার বেলা ১১ টায় চান্দ্রা ইউনিয়নের ১৩৬৭ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী, প্যানেল চেয়ারম্যান আঃ কুদ্দুস পিন্টু, ট্যাগ অফিসার চাঁদপুর সদর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন উপসহকারী উদ্ভিদ ইউপি সদস্য খাজা আহমদ পাটওয়ারী, আলী আহমদ কবিরাজ, শেখ ফরিদ আহমেদ রুবেল, আবুল কালাম পাটওয়ারী, মিজানুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি লায়ন মোঃ নয়ন খান, অর্থ বিষয়ক সম্পাদক স্বপন পাটওয়ারী, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুপন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মোঃ আলমগীর প্রমুখ।
অপরদিকে বালিয়া ইউনিয়নের ১৫০৪ জন অসহায় গরীবব দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিশেষ বিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ৯ নং বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্যাহ পাটওয়ারী, ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তস দিবাস চন্দ্র দাস, ইউপি সচিব তাসলিমা আক্তার ইউপি সদস্য দিপু মিজি সহ অন্যান্ন ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।