মোঃ আরিফুল ইসলামঃ চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। এদিন চান্দ্রা ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের স্বরণে শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী সূর্যদয়ের প্রথম প্রহরে শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর ব্যক্তীবর্গ জড়ো হয়ে জাতীয় সংগীত পরিবেশন কেরেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সকলে মিলে প্রভাতফেরি করেন। চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন এর নেতৃত্বে ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তা হয়ে ১ নং ওয়ার্ড দিয়ে স্কুল প্রাঙ্গণে এসে শহীদ মিনারে শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, সহ সভাপতি আবু ইউসুফ শেখ, লক্ষ্মণ চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক হবিবুল বাশার খন্দকার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মোঃ আলমগীর, যুগ্ম আহ্বায়ক ফাহিমুল ইসলাম শশি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সুফিয়ান বেপারী, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মিয়া, ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান রাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মমিন খান, সাংগঠনিক সম্পাদক ইজাজ মাহমুদ সহ অন্যান্নরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রচন, কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়।