মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষার্থীদের কে করোনা ভাইরাস (কেভিড-১৯) এর দ্বিতীয় ডেজের টিকা প্রধান করা হয়েছে।
১৯ই ফেব্রয়ারী শনিবার, চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে ২য় ডোজের টিকা প্রধান করা হয়। সকাল ৯ টা থেকে কোভিড-১৯ দ্বিতীয় ডোজ টিকা ছাত্র-ছাত্রীদেরকে প্রদান করা হয়। চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার বাংলা প্রভাষক মোঃ শাহ আলম ও শিক্ষক মোঃ সায়েদ আলীর তত্ত্বাবধানে ৫৪৫ জন শিক্ষার্থীদের মাঝে ২য় ডোজের টিকা প্রধান করা হয়।
চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ছাত্র মোঃ বিল্লাল জানান প্রথম ডোজ টিকা নেওয়ার পর আজকে দ্বিতীয় ডোজ টিকা নিতে এসেছি।
চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী বলেন আমাদের মাদ্রাসার প্রায় ৯শত শিক্ষার্থীর মাঝে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। আজকে ৫৪৫ জন শিক্ষার্থীদের মাঝে ২য় ডোজ টিকা প্রধান করা হয়েছে। আমি সরকারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যথাসময়ে শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা প্রধান করার জন্য।
চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন বলেন, সরকার ১২-১৮ বছরের ছাত্র-ছাত্রীদেরকে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার এই উদ্যোগ প্রশংসনীয় এবং সময়োপযোগি। দুই ডোজ টিকা প্রধান সম্পূর্ণ হলে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিতে পারবে।