মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসায় উৎসবমুখর ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের দাখিল পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রায় দেড় বছর পর দুই ঘণ্টার পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা শুরু হয়।
সদর উপজেলার চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা, দঃ মদনা দাখিল মাদ্রাসা, গাজীপুর দারুস্সুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসা, ফরক্কাবাদ আলিম মাদ্রাসা ও বালিয় কাজির বাজার দাখিল মাদ্রাসর ২০১ জন পরিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও মোট ১৯৭জন পরিক্ষার্থী এবারের দাখিল পরিক্ষায় অংশ নিয়েছে।
প্রথম দিনে কোরআন মাজিদ বিষয়ে ৫০ নম্বরের মধ্যে এমসিকিউ তে ১৫ ও লিখিত ৩৫ নম্বরে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে কেন্দ্রের বিভিন্ন হল ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পরিক্ষায় অংশ গ্রহন করছে।
চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা’র কেন্দ্র সচিব অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদি জানান, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে এই কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি রাকিবুল ইসলাম জানান, চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার দুটি ভবনে চারটি হলে শান্তিপূর্ণভাবে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।