... বিস্তারিত
চান্দ্রা বাজার হাইস্কুলে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া
সজল চন্দ্র দাসঃ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়।
সকাল ১০টায় চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৩ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খানজাহান আলী পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন ও সহকারী প্রধান শিক্ষক খালেদা বেগম।
বিদ্যালয়ের সভাপতি মোঃ সোহরাব হোসেন (রিপন) পাটোয়ারীর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য সুলতান মাহমুদ পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা ও মকবুল হোসেন মাস্টার, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক পাটোয়ারী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু ইউসুফ সাহেব, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির গাজী, চান্দ্রা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিমুল ইসলাম শশি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাকসুদুল্লাহ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা অলিউল্লাহ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভার্চুয়াল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।