স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর চাপিলা গ্রামে নাছিমা বেগম(৫০) এর দখলীয় লিজকৃত ঝিলের ৪ লক্ষ টাকার মাছ ওই এলাকার মাহাবুব জমাদ্দারের(৪৮) বিরুদ্ধে ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে থানায়। অভিযোগপত্রে ঝিলে বিষ প্রয়োগ করে ১ লক্ষ টাকার মাছ নিধন এবং জোড়পূর্বক আরো ৩ লক্ষ টাকার মাছ মাহাবুব জমাদ্দার প্রকাশ্যে জাল দিয়ে টেনে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
২’রা ফেব্রুয়ারী বুধবার অভিযোগ আমলে নিয়ে ঘটনাস্থলে তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী দাবী করে নুরুজ্জামান খান বাবু সাংবাদিকদের জানান, মাহাবুব জমাদ্দার প্রকাশ্যে ঝিলের মাছ বিষ দিয়ে মেরেছে। আমরা তাকে নিষেধ করা সত্ত্বেও সে বেআইনীভাবে নাছিমা বেগমের এই ক্ষতি করলো। এমন অমানবিক কাজ করা তার ঠিক হয়নি।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি নুরুল ইসলাম মাঝী সাংবাদিকদের বলেন, একজনের লিজকৃত ঝিলের মাছ আইনগতভাবে অন্যজন নিতে পারেনা। নাছিমা বেগমের ঝিলের এই মাছ দেখাশুনা করতো আলমগীর। কিন্তু তাকে না জানিয়ে লিজের বিষয়টি সমাধান না করে এভাবে জোড়পূর্বক একজনের মাছের ক্ষতিসাধান করা মাহাবুব জমাদ্দারের ঠিক হয়নি। আমরা তার এমন অন্যায়ের শাস্তির দাবী জানাচ্ছি।
এ ঘটনায় নাছিমা বেগমের পক্ষে তার ভাই মোঃ আলমগীর হোসেন বলেন, ৫ বছরের জন্য ২টা ঝিল মাহাবুব জমাদ্দারের কাছ থেকে নেয়া হলেও কাগজে কলমে সময় পার হয়েছে মাত্র ৩ বৎসর। আমি গত বেশ কয়েকদিন ব্যবসায়ীক কাজে ঢাকায় অবস্থান করার সুযোগকে কাজে লাগিয়ে প্রকাশ্যে লোকজন নিয়ে মাহাবুব জমাদ্দার আমাদের প্রায় ৪ লক্ষ টাকার মাছের ক্ষতিসাধান করেছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার দাবী করে আমরা পুলিশের দারস্থ হয়েছি।
এ বিষয়ে তাৎক্ষণিক চেষ্টা করেও মাহাবুব জমাদ্দারের কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে ঘটনাস্থল পরিদর্শনে এসে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ রাশেদুজ্জামান সাংবাদিকদের বলেন, আমরা ঝিলের লিজের কাগজপত্র বিবেচনায় নিয়ে অভিযোগটি সচ্ছতারসহিত তদন্ত করছি।