স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের হাইমচরের দক্ষিণ আলগীর চরভাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে চারা গাছ লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে।
৩ জুলাই সোমবার দুপুরে হামলার পর আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মোঃ তাজুল মোল্লার ছেলে মোঃ ইউসুফ মোল্লা (৪২) ও তার স্ত্রী বিলকিস বেগম (৩৫)।
স্থানীয়রা জানান, পূর্বের জমি সংক্রান্ত ইস্যুকে নতুন করে চাঙ্গা করতেই এই হামলার ঘটনা ঘটিয়েছে। এতে করে ইউছুফকে শাহেস্তা করতে চেয়েছিলো প্রতিপক্ষ। তবে স্থানীয়দের সহায়তায় এযাত্রায় তারা রক্ষা পেয়ে গেলো।
হামলায় আহত ইউসুফ মোল্লা বলেন, তুচ্ছ ঘটনায় একই এলাকার গাজী বাড়ির মোহাম্মদ আবুল গাজী (৪৫), সৈয়দ আহমেদ গাজী (৪৭), খাজা আহমেদ গাজী (৬০), শাহিন গাজী (২৫), সাইফুল ইসলাম (২৩), রনি( ২২)সহ প্রায় ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাকে রক্তাক্ত করে আমার স্ত্রীকে মেরে তার সাথে নানাভাবে নোংরামী করেছে।আমরা প্রশাসনের কাছে তদন্তসাপেক্ষে ওদের বিষয়ে ন্যায় বিচার প্রত্যাশা করছি।
অভিযোগ প্রসঙ্গে প্রতিপক্ষ আবুল গাজী গংদের বক্তব্য পাওয়া যায়নি।