... বিস্তারিত
চালিয়াপাড়া সূর্যের আলো যুব সমাজকল্যাণ সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ
নিজস্ব সংবাদদাতাঃ চাঁদপুরের ফরিদগঞ্জের চালিয়াপাড়া সূর্যের আলো যুব সমাজকল্যাণ সংস্থার শিক্ষা উপকরণ বিতরন করেন ডা: হারুন অর রশিদ সাগর। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ৩ নং সুবিদপুর ইউনিয়ন এর চালিয়াপাড়ায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সালেহ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের সদস্য জসিম উদ্দিন, কাউসার আহমেদ সোহাগ পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফুর রহমান মজুমদার, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন চালিয়াপাড়ার যুবসমাজকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি আয়োজন করার জন্য । তারা শিক্ষার সুযোগ সৃষ্টি করতে নিজের সামর্থ্যের যথাযথ ব্যাবহার করে অসহায় পরিবারের শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে। এর ফলে জরে পড়ার হার কমে আসবে। আমরা যেই সুন্দর ফরিদগঞ্জের স্বপ্ন দেখি, তা তোমাদের মত উদ্যোগী তরুনদের দ্বারাই সম্ভব হবে। আমরা চাই এমন একটি ফরিদগঞ্জ, যেখানে থাকবেনা ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ।