মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের অন্ধকার বাড়ার সাথে সাথে চুরি আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে সাধারণ মানুষ। চোর চক্রের থাবা থেকে বাদ যাচ্ছেনা শিক্ষা প্রতিষ্ঠান,মাদ্রাসাসহ এমনকি সাংবাদিকের বাড়ীও। তাই দ্রুত এই চোর চক্রকে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন সচেতন মহল।
১২ আগষ্ট শনিবার রাতে একাধারে এই সিরিজ চুরির ঘটনা ঘটিয়েছে চোর চক্র।
ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম রাব্বানী বলেন, আমাদের বসার কক্ষের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করেছে চোরের দল। সেখানে ৩টি স্টিলের আলমিরা এবং টেবিলের ড্রয়ার ভেঙ্গে তছনছ করে বিভিন্ন ফান্ডের প্রায় সাড়ে তিন লক্ষ টাকা চুরি করেছে চোর চক্র।
এদিকে একই রাতে চুরির ঘটনা ঘটেছে ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের সাংবাদিক সোহাগের গ্রামের বাড়িতে এবং উপজেলার লতিফগঞ্জ মাদ্রাসা ভবনে এবং উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে।
এ বিষয়ে সাংবাদিক সোহাগের ছোট ভাই সোহেল বলেন, আমাদের ঘরের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করেছে চোর চক্র। আমরা ক্ষয়ক্ষতি এখনো পুরোপুরি বলতে পারছি না। দিন রাত সারাক্ষণই আমরা আতঙ্কে নির্ঘুম থাকছি। আমরা বিষয়টি থানা পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি।
এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান বলেন, চুরির সংবাদ পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্থানেই পুলিশ পরিদর্শন করেছে। বৃষ্টির রাতকে কাজে লাগিয়ে চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তবে জনসাধারণকে বলবো আতঙ্কিত হয়ে নির্ঘুম না থেকে সতর্কতা অবলম্বন করুন এবং অসংলগ্ন কিছু মনে হলে সাথে সাথে থানা পুলিশকে অবগত করুন।