মামুন হোসাইনঃ ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কাজী
রবিবার (২৩ অক্টোবর ) দুপুর ১২টার সময়
উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা গৌতম চন্দ্র শীলের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এই সময় উপস্হিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, আলমগীর হোসেন দর্জিসহ প্রমুখ।
প্রসঙ্গত, এর আগে ইউপি নির্বাচনে গরুর গাড়ি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে তিনি। চলতে বছরে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৬ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৭ নভেম্বর প্রার্থীতা বাছাই , প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ ১৩ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৮ নভেম্বর ।
হুমায়ুন কবির কাজী বলেন আমি ২০ বছরের উপরে ইউনিয়নের মানুষের কল্যানে কাজ করে আসছি, সবসময় মানুষের সুখে দুখে পাশে ছিলাম,আমার বিশ্বাস আগামী ২৮ নভেম্বর ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের নিবার্চনে ভোটারগন আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিবে।আমি সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।