চয়ন চন্দ্র ঘোষঃ কখনো কাগজে আবার কখনো দেয়ালে সমাজের চিত্র রং তুলিতে ফুটিয়ে তুলে চাঁদপুরের মতলব দক্ষিণে আলোর দিশারী হয়ে উঠেছেন তানভীর মাহমুদ পরাগ। এবার তার রং তুলির চিত্র কর্মে দেয়ালে ফুটে উঠলো ক্রীড়াবিদ ও সমাজসেবক মরহুম দীপু চৌধুরী।
২৬ জানুয়ারী শুক্রবার মতলব পৌরসভার নিউ হোস্টেল ময়দানে পরাগ কে দীপু চৌধুরীর ছবিটি ফুটিয়ে তুলতে দেখা যায়।
জানা যায়, তানভীর মাহমুদ পরাগ হচ্ছেন মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের কলাদী গ্রামের মোঃ সালাউদ্দিন আহমেদের দ্বিতীয় সন্তান। তিনি ঢাকা আর্ট কলেজের অনার্স ২য় বর্ষের চারুকলা ডিপার্টমেন্টের অধ্যয়ন করছেন। তিনি তার চোখের নিঁখুত নিশানায় সমাজের বিভিন্ন চিত্র রং তুলিতে ফুটিয়ে তোলেন বলে মতলবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছেন।
এ বিষয়ে তানভীর মাহমুদ পরাগ বলেন, আমি ছোট বেলা থেকেই রং তুলি নিয়ে ছবি আঁকার সাথে জড়িত। বিগত কয়েক বছর ধরে আমি দেয়াল অংকন করি। হাতের সঠিক চলন আর চোখের নিখুঁত নিশানা রাখতে পারলেই ছবি আঁকা সহজ। প্রয়াত দিপু চৌধুরী ভাই ক্রীড়ানুরাগী হওয়ায় খেলাধূলার মাঠের পাশের দেয়ালে ওনাকে আকলাম। রং তুলির আঁচড়ে ৭ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের দিপু ভাইয়ের ছবিটি ফুটিয়ে তুলতে আমার ২ দিন সময় লেগেছে। ইচ্ছে আছে এভাবেই সমাজের সকল চিত্র আমার হাতে রং তুলি নিয়ে ফুটিয়ে তুলবো।
এ বিষয়ে টুর্ণামেন্টের পৃষ্টপোষক ও চাঁদপুরের মতলব পৌর মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন বলেন, এলাকার ছেলেরা দিপু চৌধুরীকে স্মরণ করে তাকে তরুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। আর এই আয়োজনে বাস্তবিকভাবে দীপু চৌধুরীকে ফুটিয়ে তুলতেই চিত্রশিল্পী পরাগ রং তুলি দিয়ে তার ছবি এঁকেছে। সমাজে কাজ করলে যে সবার মাঝে বেঁচে থাকা যায় দীপু চৌধুরীর ছবিটি অঙ্কনের মধ্য দিয়েই পরাগ সেটি তুলে ধরেছে।
এদিকে ক্রিকেট টুর্ণামেন্ট কমিটির আয়োজক ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌসিফ মোল্লা বলেন, আমাদের এলাকার মাহাবুব আলম রাসেল, সাকিব চৌধুরী, রাথীন সারোয়ার, রাজিব আহসান, রনি চৌধুরী, মিথুন, অনিক, সোহানসহ আরো অনেকেই সমাজের জন্য যারা কাজ করে তাদেরকে তুলে ধরতে পছন্দ করে। তেমনি দীপু চৌধুরী ভাইকেও তার মানবাতাবাদী কাজের জন্য ক্রিড়ামোদী তরুনদের কাছে ছড়িয়ে দিতে মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপু স্মৃতি গোল্ড কাপ কিক্রেট টুর্ণামেন্ট আয়োজন করেছে। আর এই টুর্নামেন্টের আয়োজনের অংশ হিসেবেই পরাগ দেয়ালে দিপু চৌধুরীর ছবিটি দারুনভাবে ফুটিয়ে তুলেছে।
এদিকে পিতার ছবি আকার খবর পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন প্রয়াত মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহি।
তিনি বলেন, আমার বাবা একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব ছিলেন। যুব সমাজকে নিয়ে আমার বাবা সর্বদা অগ্রগামী কাজ করেছেন। মাঠে বাবার প্রিয়মুখ দেখে আমি সত্যি আনন্দিত ও আপ্লুত। তাই এই চিত্রশিল্পী পরাগসহ টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক ও আয়োজক সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
উল্লেখ্য, এই টুর্ণামেন্টে অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি ৩ হাজার ১ টাকা। ফেব্রুয়ারীতে মোট ৩২টি দল একে অন্যের প্রতিপক্ষ হিসেবে অংশ নিয়ে চূড়ান্তভাবে শেষ পর্যন্ত ফাইনালে খেলবে।