অমরেশ দত্ত জয়ঃ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪’ঠা জানুয়ারি ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুর শহরে বর্ণিল আলোকসজ্জ্বা ও পোষ্টার লাগানোর কার্যক্রম চলছে।
২’রা জানুয়ারি রোববার মধ্যরাতে শহর ঘুরে এ কার্যক্রম দেখা যায়।
এ ব্যাপারে চাঁদপুর পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরাফাত সানি ‘হিলশা নিউজ‘-কে বলেন, আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ৪’ঠা জানুয়ারি। তাই সিনিয়রদের নির্দেশে শহরে দেয়াল লিখন, পোষ্টারিং ও বর্ণিল আলোক সজ্জ্বার কাজ করছি। শহরের অঙ্গিকার পাদদেশ ইতিমধ্যে আলোক সজ্জ্বায় সুসজ্জ্বিত করা হয়ে গেছে। শহরে এখন পর্যন্ত কয়েক হাজার পোষ্টার লাগানো হয়েছে। দিনটি উদযাপনের সকল প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা ঐক্যবদ্ধভাবে সকল ছাত্রলীগ নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছি। ৪’ঠা জানুয়ারির অনুষ্ঠান সুন্দরভাবে সফল করতে সকলের দোয়া চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ছাত্রলীগের সদস্য মোঃ রাসেল হোসাইন, ছাত্রলীগ নেতা মোঃ পারভেজ হাসান, মাহিব হাসান আদর, জোবায়ের হোসেন জাবেদ, রিমন মজুমদার, মোঃ তানভীর কবির সিয়াম, মোঃ অলি প্রধানিয়া, রাধিন শর্দার, পৌর ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ অনিক মিজিসহ অন্যান্য নেতৃবৃন্দ।