হাজীগঞ্জ সংবাদদাতাঃ ছাত্রলীগ নেতা আল-আমিনের ব্যাবস্থাপনায় চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সংসদ সদস্য সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির পক্ষে বৃদ্ধ কামরুজ্জামানকে হুইলচেয়ার প্রদান করা হয়।
সোমবার সকালে পৌর ২নং ওয়ার্ড ধেররা দক্ষিণপাড়া বেপারি বাড়ির বৃদ্ধ প্রতিবন্ধী কামরুজ্জামানকে হুইলচেয়ার প্রদান করেন ছাত্রলীগের এ নেতা।
অসহায় দুস্থ বৃদ্ধ প্রতিবন্ধী কামরুজ্জামান হুইলচেয়ার পেয়ে বেজায় খুশি। দু’হাত তুলে উপস্থিত সবার জন্য দোয়া মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা শান্ত, সামিম, ছামি এবং পৌর ২নং ওয়ার্ড ছাত্রলীগের ইন্তিয়াজ আহম্মেদ বিশাল,আল আমিন হোসেন সাগর,আরো উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড ছাত্রলীগের রবিউল আলম, সৈকত, জিসান, আজিজ, মানিক প্রমুখ।