হিলশা নিউজ ডেস্কঃ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রান হারালেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তরুন সেনা সদস্য শাহিন আলম(২২)। নিহত সেনা কর্মকর্তা শাহিন আলম চাঁদপুরের মতলব উত্তর থানার মানিকের কান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে।
জানা যায়, শাহিন ছিলো তাদের ৫ ভাই এবং ২ বোনের মধ্যে ৬ষ্ঠ। ৩০শে ডিসেম্বর ২০১৯ সালে শাহিন আলম সৈনিক পদে যোগদান করেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শাহিন বরিশালে সেনাবাহিনীর সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। ৭ দিনের ছুটি কাটাতে বাড়িতে যাওয়ার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থা মারা যান।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনি কাজে ব্যস্ত ছিলাম। এ সুযোগে এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ১টি মামলা করেছেন।