সুমন আহমেদ : চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহবুর রহমান সেলিমের পিতার কবর জিয়ারত করা হয়েছে।
১৬ জুন শুক্রবার বিকেলে বাদ আছর নিজ ছেংগারচর তার পারিবারিক কবরস্থানে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করেন।
এসময় আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম, বুধবার বাদ আছর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে কবর জিয়ারত শেষে দোয়ার মাধ্যমে প্রচারনা শুরু করেন।
এসময় তিনি ছেংগারচর পৌরসভার রোস্তম মার্কেটসহ বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে গন সংযোগ করেন এবং সকলের কাছে দোয়া ও সর্মথন চান।
দীর্ঘদিন যাবত ছেংগারচর পৌরসভার নির্বাচন স্থগিত ছিল।
নির্বাচনের তফসিল ঘোষণারপর ভোটারদের মাঝে আনন্দের বন্যা বইছে। বহুদিন পর তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পাড়বে।আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সর্মথন থাকলে ইনশাআল্লাহ জয়ী হব।আমি নির্বাচিত হলে ছেংগারচর পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো। এসময় এলাকার সর্বস্তরের নেতাকর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।