স্টাফ রিপোর্টারঃ সরকার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় প্রশাসককে সহায়তা করার জন্য ৯ জন সহায়ক সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে।
স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৪৩ ও ৪২(২) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় নিয়োগকৃত প্রশাসককে সহায়তা করার জন্য ৯টি ওয়ার্ডে ৯ জন সহায়ক সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন প্রদান করেছেন।
তারা হলেন, ১নং ওয়ার্ডে মো. শামীম আহমেদ, ২নং ওয়ার্ডে আলী নূর বেপারী, ৩ নং ওয়ার্ড মো. শহীদুল্লাহ সরকার, ৪ নং ওয়ার্ডে মো. রেফাছেু উল্লাহ দর্জি, ৫নং ওয়ার্ডের বেগম রমা দত্ত, ৬নং ওয়ার্ডের মো. কামরুজ্জামান, ৭নং ওয়ার্ডে মো. শাহ আলম সিদ্দিকী, ৮নং ওয়ার্ডে মো. মফিজল, ৯নং ওয়ার্ডে মো. বোরহান উদ্দিন।
গতকাল বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন সূত্রে জানা যায়।