সুমন আহমেদঃ চাঁদপুরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে রবিবার ১৮ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে ১০জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও কাউন্সিলর পদে ৫৫ জনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিকের আরিফ উল্লাহ সরকার, স্বতন্ত্র প্রার্থী আমেনা বেগম, নূ্ুরুল হক সরকার, মাহবুবুর রহমান সেলিম, মিজানুর রহমান,ওয়াদুদ মাস্টার, আতিকুল ইসলাম, নাছির উদ্দীন মিয়া, আলাউদ্দিন প্রধান ও জাতীয় পাটির সেলিম মিয়া,
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (১,২,৩) নংওয়ার্ডে ৪ জন, (৪,৫,৬) নং ওয়ার্ডে ৬জন এবং (৭,৮,৯) ৩নং ওয়ার্ডে ৩ জন। কাউন্সিলর পদে- ১নং ওয়ার্ডে ৮ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩ নং ওয়ার্ডে ৭ জন, ৪নং ওয়ার্ডে ৭ জন, ৫ নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন,৭ নং ওয়ার্ডে ৯জন, ৮ নং ওয়ার্ডে ৭ জন ও ৯ নং ওয়ার্ডে ৩ জনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, সোমবার ১৯ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২৬ জুন প্রতিক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।