সুমন আহমেদ : চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ জুলাই) ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাঁচগাছিয়া আবু আহম্মদ দারুল উলুম মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী লায়ন আরিফ উল্লাহ সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী।
বিশিষ্ঠ শিল্পপতি ও সমাজ সেবক মাজাকাত হারুন মানিকের সভাপতিত্ত্বে ও যুবলীগ নেতা সোহেল আহমেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, রমনা থানা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা হাসান ইমাম, তেজগাঁ শিল্পাঞ্চল থানা আওয়মীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল্লা সিদ্দিকী কাজল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, অগ্রনী ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক জাকির হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, পৌর আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূইয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী লিয়াকত আলী খান, সফিকুল ইসলাম সেকুল, আনোয়ার হোসেন প্রধান, আলাউদ্দিন চৌধুরী, এনামূল হক ইমতিয়াজ, যুবলীগের সভাপতি আলাউদ্দিন ফকির, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান প্রমুখ।