স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, বিএনপি যখন কর্মসূচি দেয় তখন জনমনে আতঙ্ক দেখা দেয়। জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে আওয়ামী লীগের দায়বদ্ধতা রয়েছে। আর তাই বিএনপি-জামায়াত জোটের সহিংসতার তান্ডবের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শান্তি সমাবেশ দিয়ে আওয়ামী লীগ রাজপথে সরব রয়েছে।
১১ই মার্চ শনিবার দুপুরে চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি পদযাত্রার নামে সারাদেশে বিএনপি-জামাত ও তাদের মিত্রদের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এই শান্তি সমাবেশ করায় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, সন্তোষ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, দপ্তর সম্পাদক মোঃ শাহআলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মিয়াজী, সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, আবু সায়েদ সরকার, বেলায়েত হোসেন বিল্লাল, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়াসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, তাঁতীলীগ ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে এদিন সকাল থেকে নেতা-কর্মীবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে মিছিলসহ স্লোগানে স্লোগানে জড়ো হয় এবং শান্তি সমাবেশের জন্য রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেন।