স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান সুজিত রায় নন্দী সোমবার চাঁদপুর আসছেন।
তিনি ঢাকা থেকে সোমবার সকাল ১১ টায় সড়ক পথে রওয়ানা হয়ে দুপুর ২ টায় চাঁদপুর পৌঁছবেন।
এরপর তিনি চাঁদপুরের বাসভবনে নেতা-কর্মি দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
বিকাল ৩টায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় ও দুঃস্হ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে জেলা- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্হিত থাকবেন।
এছাড়াও তিনি দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।